আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার একজন মূল নায়ক জেনারেল ওজতুর্কের সৈন্যরা আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে ছুটে গিয়েছিল প্রেসিডেন্ট এরদোগানকে হত্যা করতে। সৌভাগ্যক্রমে এরদোগান সেখানে ছিলেন না।
ধারণা করা হচ্ছে, শুক্রবারের অভ্যুত্থানচেষ্টার মূল নায়ক থার্ড আর্মির কমান্ডার জেনারেল এরদাল ওজতুর্ক এবং সেকেন্ড আর্মির কমান্ডার জেনারেল আদেম হুদুতি। ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য সেনাবাহিনীর আটক ৮৩৯ সামরিক সদস্যের মধ্যে এই দুই শীর্ষ কর্মকর্তাও রয়েছেন।
তুরস্কের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, অভ্যুত্থানকারীরা বেশ কিছু দিন ধরে এর পরিকল্পনা করেছিলেন। আসন্ন সুপ্রিম মিলিটারি কাউন্সিল সভা হয়ে যেতে পারলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আশঙ্কা করে তারা শুক্রবারেই অভ্যুত্থানের চেষ্টা করেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ