আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ইনজারলিক বিমান ঘাঁটি থেকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম আজ রোববার এ খবর দিয়েছে।
তুরস্কের ইনজারলিক নামে এ ঘাঁটিটি ব্যবহার করে আমেরিকা। সেখান থেকে তুর্কি বিমান বাহিনীর জেনারেল বেকির এরকান ভানকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার সঙ্গে তার অনুগত বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আটক করা হয়।
অভ্যুত্থানকারীরা এ বিমান ঘাঁটি থেকে জঙ্গিবিমানে জ্বালানি নিয়েছে বলে ধারণা করছে তুরস্কের সরকার।
গত বছর এই বিমান ঘাঁটিটি আমেরিকাকে ব্যবহারের অনুমতি দেয় তুরস্ক।
ইনজারলিক বিমান ঘাঁটিটি কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে মার্কিন যুদ্ধবিমান এ-১০ রয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর যে ছয়টি ঘাঁটি রয়েছে এটি তার একটি। সেখানে পরমাণু বোমাও রাখা হয়েছে।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ