শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


তুরস্ক চাইলে গুলেনকে বহিস্কার করবে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk7b0cd328ee4adcd_800C450 copyআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকার বলেছে, তুরস্ক চাইলে সাম্প্রতিক অভ্যুত্থানে দেশটির বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনকে বহিষ্কার করতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোন অনুরোধ জানায়নি তুরস্ক।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান শনিবার সন্ধ্যায় টেলিভিশনে দেয়া ভাষণে জোর দিয়ে বলেছিলেন, ‘গুলেনকে আংকারার কাছে হস্তান্তর করা উচিত। এ সময় তিনি বলেন, কোনো সন্ত্রাসীকে ফেরত দেয়ার বিষয়ে আংকারা ওয়াশিংটনের দাবি প্রত্যাখ্যান করে নি। সে কারণে গুরলেনের বিষয়ে তুরস্কের দাবি গ্রহণ করা।’

এরদোগানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দিলো মার্কিন সরকার।

লুক্সেমবার্গে এক সংবাদ সম্মেলনে কেরি বলেছেন, ‘গুলেন সম্পর্কে যে প্রশ্ন উঠেছে আমরা সম্পূর্ণভাবে তা মেনে নিচ্ছি এবং অবশ্যই আমরা তুর্কি সরকারকে বলব গুলেনের অন্যায় সম্পর্কে যথাযথ প্রমাণ দিন। যদি তুরস্ক সে প্রমাণ দিতে পারে তাহলে আমেরিকা তা গ্রহণ করবে এবং সে অনুযায়ী সঠিক ব্যবস্থা নেব।’

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম অভিযোগ করেন, গুলেনের সমর্থকরা এ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত।

গুলেন অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: রেডিও তেহরান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ