আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক অভ্যুত্থান সফলভাবে ব্যর্থ করে দেয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন দারুল উলুম করাচির অধ্যক্ষ ও মুফতি রফী উসমানী এবং বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ আল্লামা তকী উসমানী।
টুইটারে পোস্ট করা দু’জনের সাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়
চিঠিতে তারা লিখেছেন, সেনা বিদ্রোহের মুকাবেলায় আল্লাহ আপনাকে যে সাহায্য দান করেছেন এজন্য মোবারকবাদ জানাই। তুরস্কের নিরস্ত্র জনগণ সশস্ত্র বিদ্রোহী সেনাদের বিপক্ষে রাজপথে নেমে বিজয় ছিনিয়ে এনেছে মন্তব্য করে তারা আরও লিখেন, ‘আল্লাহর উপর ভরসা, সম্মিলিত কন্ঠে তাকবীরের ঘোষণা আর ঈমানী জযবা ছাড়া তুরস্কের জনগণের কোনো সম্বল ছিল না। ইতিহাসে এর দৃষ্টান্ত বিরল।’
পাকিস্তানের সব আলেম উলামা তুরস্কের জনগণের পক্ষে আছেন উল্লেখ করে চিঠিতে পাকিস্তানের এই দুই শীর্ষ আলেম তুরস্কের কল্যাণ ও হেফাজতের জন্য দোয়া করেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ