আন্তর্জাতিক ডেস্ক : অভ্যুত্থানের প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কে পাঁচ জন জেনারেল ও উনত্রিশ জন কর্নেলকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। সবমিলিয়ে ১৫ শর বেশি সেনা গ্রেফতার হয়েছে। অভ্যুত্থান চেষ্টা চলাকালে সেনাবাহিনীর হামলায় ১৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
সাধারণ জনগণের অনেককেই রাস্তায় সেনাদের ধাওয়া করতে দেখা গেছে। অভ্যুত্থানের চেষ্টার পর বহু সেনা আত্মসমর্পণ করেছেন। বসফরাস ব্রিজের ওপরে তাদের দেখা যায় ট্যাংক থেকে বেরিয়ে মাথার ওপরে হাত তুলে হেটে যাচ্ছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্কে যা ঘটেছে তা বিশ্বাসঘাতকতা এবং বিদ্রোহ। বিদ্রোহের জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে। তিনি তুরস্কের মানুষদের ছেড়ে কোথাও যাবেন না বলেও এ সময় জানান।
ইস্তাম্বুল থেকে দেয়া সরাসরি ভাষণে এসব কথা বলেছেন এরদোগান।
তুর্কি সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান প্রচেষ্টার কয়েক ঘণ্টা পরে এরদোগানকে বহনকারী বিমান ইস্তাম্বুলের আতার্তুক আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। নামার আগে বিমানটি প্রায় আধা ঘণ্টা ধরে ইস্তাম্বুলের আকাশে চক্কর দেয়।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ