শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


আইএস নেতা শিশানির মৃত্যু; নিশ্চিত করল আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shishaniঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা ওমার শিশানি নিহত হয়েছেন। প্রথমে খবরটিতে ধুম্রজাল তৈরি হলেও পরে সংগঠনটির প্রচারমাধ্যম আমাক নিউজ এজেন্সি নিশ্চিত করেছে খবরটি। গত মার্চে যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা বিমান হামলা চালিয়ে ওমার শিশানিকে হত্যা করে।

আমাক নিউজের তরফ থেকে বলা হয়েছে, ইরাকের মসুল শহরের দক্ষিণের শিরকাত শহরে যুদ্ধে শিশানি নিহত হয়েছেন।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, গত মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিশানি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শিশানির আসল নাম তারখান বাতিরাশভিলি। কিন্তু তিনি ওমর দ্য শিশান নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি আইএসের নেতা আবু বকর আল বাগদাদীর ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা ছিলেন।

তবে এর আগে মার্চে আমাক নিউজের ওয়েবসাইটে শিশানির মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছিল। সেসময় দাবি করা হয়েছিল, মার্কিন বিমান হামলায় শিশানীর মৃত্যু হয়নি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ