আন্তর্জাতিক ডেস্ক : মিশরের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ইখওয়ানুল মুসলিমিন মুরশিদে আম মোহাম্মদ বাদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারাগার থেকে সোমবার ভোরে রাজধানী কায়রোর আল-মানিয়েল হাসপাতালে পাঠানো হয়েছে। ৭২ বছর বয়সী বাদির রক্ত চলাচল প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে এবং বলে জানা গেছে।
ব্রাদারহুড প্রধানকে পাঠানো হয়েছে। গত শুক্রবার কিছু মিশরীয় পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল, বাদি মারা গেছেন। তবে এখন পর্যন্ত মিশরীয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।
মোহাম্মদ বাদির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, গত দুই সপ্তাহ যাবৎ মোহাম্মদ বাদির সাথে তার পরিবারের কোনো সদস্য দেখা করার অনুমতি পাননি। তাই তার শারিরীক অবস্থার কোনো তথ্য তাদের কাছে নেই।
মোহাম্মদ বাদিসহ ইখওয়ানের শীর্ষস্থানীয় নেতারা ২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকে কারাবন্দী অবস্থায় রয়েছেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ