আন্তর্জাতিক ডেস্ক : কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার ফেমান হোসেইন ওরফে বাহোজ আরদাল নিহত হয়েছেন। তার গাড়ির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে ফেমান হোসেইন নিহত হন। এই হামলায় তার দেহরক্ষীসহ আরো সাত ব্যক্তি নিহত হয়েছেন।
তুরস্ক সংলগ্ন উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ার একটি নগরীর কাছে এ ঘটনা ঘটে।
সিরিয়ার বিরোধী বিগ্রেড তেল হামিসের মুখপাত্র তুরস্কের রাষ্ট্র পরিচালিত আনাদোলু সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন।
পিকেকের এই শীর্ষস্থানীয় কমান্ডার ১৯৬৯ সালে সিরিয়ায় জন্মগ্রহণ করেন। দামেস্কের ফ্যাকাল্টি অব মেডিসিনে চিকিৎসা বিদ্যা নিয়ে অধ্যয়ন করেন তিনি। ১৯৯০ এর দশকে তিনি পিকেকেতে যোগ দেন। সে সময় বাহোজ আরদাল ছদ্মনামে বেশ পরিচিত হয়ে ওঠেন তিনি।
তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত এইচপিজি’র প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। দক্ষিণপূর্বাঞ্চলীয় তুরস্কে সেনাবাহিনীর ওপর অনেক হামলার জন্য তাকে গ্রেফতারের চেষ্টা করছিল আঙ্কারা কর্তৃপক্ষ।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ