আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইস্তাম্বুল, ঢাকা এবং বাগদাদের সন্ত্রাসী হামলার পেছনে যারা রয়েছে তাদের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীগুলোর আদর্শ পরাজিত না হওয়া পর্যন্ত ইরান লড়াই চালিয়ে যাবে। সন্ত্রাসী এবং তাদের আদর্শ পরাজিত না হওয়া পর্যন্ত ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত হবে না বলেও দাবি করেন তিনি।
অফিসিয়াল টুইটার একাউন্টে দেয়া এক বার্তায় এসব কথা বলেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
গতকাল রোববার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের বাণিজ্যিক এলাকায় জোড়া বোমা হামলায় অন্তত ১৬৭ জন নিহত এবং ১৮৫ জন আহত হয়। এদিকে গত শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় সশন্ত্র ব্যক্তিদের হামলা হয়। এর আগে গত মাসের ২৮ তারিখে তুরস্কে ইস্তাম্বুলে আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক বোমা হামলায় ১৯ বিদেশিসহ ৪৫ জন নিহত এবং ২৪০ জন আহত হয়।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ