শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

নারীদের পত্রিকা ‘মহিলাকণ্ঠ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mohila kanthaদিদার শফিক : নারীর রমজান নিয়ে বাজারে এসেছে মহিলাকণ্ঠ জুন ২০১৬ সংখ্যা। মাসিক ম্যাগাজিনটি নারীদের কথা বলে। কথা বলে নারীর সুন্দর জীবনের। স্বপ্ন জাগায় নারীর মনে। সামনে বাড়ার।

সম্প্রতি মহিলাকণ্ঠের রমজান সংখ্যা বেড়িয়েছে। ৫৬ পৃষ্ঠার সংখ্যাটিকে সাজানো হয়েছে নারী বিষয়ক প্রবন্ধ ও রমজানে দিনরাতকে প্রাধান্য দিয়ে। সঙ্গে আছে ধারাবাহিক উপন্যাস, গল্প, ছড়া-কবিতা। রান্না রেসিপি, রূপচর্চাও স্থান পেয়েছে। আছে নারীর জানার অনেককিছু।

রোজার জরুরি মাসায়েল, গয়নার মালিকানা এবং জাকাত, কেমন হবে নারীর রমজান, রমজান মাসে আকাবিরের দিনরাত, মনীষীদের চোখে রমজান। রমজান মাসে আকাবিরের দিনরাত পড়ে জানা যাবে অতীত ও নিকট অতীতের আকাবিরের রমজান পালন কেমন ছিল। কেমন ছিল তাদের দিবারাত্রীর আমল। জাকারিয়া কান্ধলবি রহ. রচিত ‘আকাবির কা রমজান’ থেকে চয়নকৃত কয়েকজন আকাবিরের রমজানের আমল ও কাল যাপনের পদ্ধতির বেশ উপকারী কিছু নির্দেশনা স্থান পেয়েছে এ সংখ্যায়। অনুবাদক আমিন আশরাফ খুব সংক্ষেপে তুলে এনেছেন আকাবিরের রমজান পালন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহ., হাজি ইমদাদুল্লাহ মুহাজেরে মক্কি রহ., কাশেম নানুতাবি রহ., ইয়াকুব নানুতাবি রহ., হোসাইন আহমদ মাদানি রহ., আশরাফ আলি থানবি ও ইলিয়াস কান্ধলবি রহ. এর রমজান যাপনের বিশুদ্ধতম চিত্র ফুটে ওঠেছে।

মহিলাকণ্ঠের সম্পাদক মুফতি তাজুল ফাত্তাহর সঙ্গে ফোনালাপ হলে তিনি জানান, ‘ ইসলামকে খুব সহজে নারীদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য মহিলাকণ্ঠের পথচলা শুরু হয়। নারীর মন-মানসিকতা এবং চরিত্র উন্নত হলেই একটি উন্নত জাতি উপহার পাওয়া সম্ভব। মহিলাকণ্ঠ উন্নত জাতি গঠনের নীরব আন্দোলন । এ আন্দোলন তখনই সফল হবে যখন আমাদের নারী জাতি ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবে। ইসলামি জীবন যাপন করবে।’

mohila kanta juneনারীদের জন্য জুন সংখ্যার বিশেষ আয়োজন কী জানতে চাইলে তিনি বলেন, ‘ প্রতিটি সংখ্যাই নারীবিষয়ক রচনায় সমৃদ্ধ করার চেষ্টা করি। জুন সংখ্যা অর্থাৎ চলতি সংখ্যায় নারীদের জন্য বিশেষ আয়োজন ‘কেমন হবে নারীর রমজান ’ শিরোনামের রচনাটি।’

ইসলাম, নারী ও সময়ের স্লোগান নিয়ে মাসিক মহিলাকণ্ঠ মে ২০১৩ সালে প্রকাশনা শুরু করে। সম্পাদকের মূল দায়িত্বে আছেন তাজুল ফাত্তাহ। এছাড়াও অন্যন্যদের মধ্যে সম্পাদনার দায়িত্বে আছেন সালাহুদ্দীন জাহাঙ্গীর, আলেমা সাদেকা তালুকদার ও সায়ীদ উসমান।

হার্ডকপি ছাড়া ফেসবুকেও পড়া যায় মহিলাকণ্ঠ। পাওয়া যায় পল্টন, বায়তুল মোকাররম। যোগাযোগ করে পেতে চাইলে : ৮৫/১সি,(২য়তলা), পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০। প্রতি সংখ্যার মূল্য ২০টাকা।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ