খুটি টা
লোক সমাজে বাড়ছে কেবল
অসৎ লোকের দাম-টা
টাকার জোরে বাড়ছে গরম
মহৎ কাজের নাম-টা।
অসৎ পথের ধান্ধা হতে
কামায় ভালো হাত-টা
মুক্ত মনের রিক্ত সনে
মিটায় সেবার খাত-টা।
লোক দেখানো ভণ্ডামিতে
মিলছে ভালো রুটি-টা
এই সমাজের কলকাঠিতে
শক্ত তাহার খুটি-টা।।
বন্ধু আমি
মনের মতো বন্ধু খুঁজি
নিত্য দিনের বাজারে
মনের মতো বন্ধু পেতে
ঢাক ঢোল বাজা রে।
কত্ত রকম মেলা আছে
মেলা বসে শহরে
বন্ধু নামের মেলা বসে
রাত দুপুর প্রহরে।
বন্ধু আমি বন্ধু তুমি
বন্ধু বলি তাহারে
বন্ধুর মাঝে বন্ধু আমি
বন্ধু খোঁজ যাহারে।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এসএস