শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঘাম মুখে চলে গেলে কি রোজা নষ্ট হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ramjanআবু সাঈদ জোবায়ের : চলছে পূণ্যের বসন্তকাল রমাজান মাস। ওদিকে গরমের তীব্রতায় সেলসিয়াস ডিগ্রির পারদটাও তরতর করে বেড়েই চলছে। গবেষকদের মতে বিগত উত্তর গোলার্ধে বিগত ত্রিশ বছরে দীর্ঘ রোজা এবারই হচ্ছে। এমন গরমে সবাই কমবেশী ঘামছেন। চেহারার উপরিভাগের ঘাম যদি মুখে চলে যায় তাহলে রোজা নষ্ট হবে কি?

এবিষয়ে সঠিক কথা হল, যদি সামান্য পরিমাণ ঘাম মুখের ভিতরে চলে যায়, যার স্বাদ মুখে অনুভূত হয় না, তাহলে এতে রোজার কোন অসুবিধা হবে না। আর যদি বেশি পরিমাণে ঘাম মুখে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। চোখের পানির ব্যাপারেও একই কথা। অর্থ্যাৎ, খুবই সামান্য পরিমাণ (যার স্বাদ মুখে অনুভূত হয়না) হলে রোজা ভাঙ্গবে না। আর বেশি পরিমাণে হলে রোজা নষ্ট হয়ে যাবে। সূত্র ফতোয়া আলমগীরী, ভলিয়ম : ২ পৃ:১৭

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ