আওয়ার ইসলাম ডেস্ক : শিক্ষা সপ্তাহ-২০১৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা প্রথম স্থান অর্জন করেছে। প্রথমবারের মতো মাদরাসাটি এ সম্মান অর্জন করল।
চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় এ মাদরাসাটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রপতির হাতে সনদ ও গোল্ড মেডেল লাভ করে।
মাদরাসার পক্ষে অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ সম্মাননা গ্রহণ করেন। ২৯ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সভায় আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয় সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ প্রমূখ।
চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি মাদরাসার উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, গভর্নিং বডি ও ছাত্র অভিভাবকসহ সবার কাছে দোয়া কামনা করেন।