শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


চট্টগ্রামে নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ৩৭২ বোতল নকল ও ক্ষতিকর উপাদান মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এ সময় বাহাদুর আলম নামের এক ডিলারের গুদাম থেকে ৩৭২ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

ডিলার বাহাদুর আলম এ সময় হ্যান্ড স্যানিটাইজারের তৈরির অনুমোদন সংক্রান্ত কাগজপত্র বা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে পারেননি।

ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ ও বিক্রির দায়ে ডিলার বাহাদুর আলমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, জব্দকরা হ্যান্ড স্যানিটাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে প্রাথমিকভাবে যাচাই করে দেখা গেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ডে পিএইচ ৫-৬ থাকার কথা থাকলেও জব্দ করা স্যানিটাইজারে পিএইচ পাওয়া গেছে ৮.৪১। যা ত্বক ও শরীরের জন্য খুবই ক্ষতিকারক।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ