শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ট্রাম্প সবকিছু পরিবর্তন করে দিয়েছেন, এটা ওবামার তৃতীয় মেয়াদ নয়: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন বলেছেন, তার শাসনামল ‘ওবামার তৃতীয় মেয়াদ’ হবে না। তার প্রশাসনে দেশ ও পার্টির পুরো প্রতিনিধিত্ব ফুটে উঠবে বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের পর দেয়া প্রথম সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বাইডেন।

দ্য গার্ডিয়ান জানায়, বাইডেন তার যে আংশিক মন্ত্রিসভা ঘোষণা করেছেন সেখানে ওবামা প্রশাসনের বহু অ্যালামনাই রয়েছেন। এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এনবিসি নিউজের লেস্টার হল্টকে বাইডেন বলেন, আমি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা ব্যতিক্রম এবং ভাইস প্রেসিডেন্টে ছায়া ঝেড়ে ফেলতে চাইছি।

বাইডেনের কাছে হল্ট জানতে চান, আপনি ওবামা তৃতীয় মেয়াদ তৈরি করতে চাচ্ছেন যারা এমনটা বলছে, তাদের কি বলবেন? জবাবে বাইডেন বলেন, এটা ওবামার তৃতীয় মেয়াদ নয়। ওবামা-বাইডেন প্রশাসনের সময় এখন এক নয়। প্রেসিডেন্ট ট্রাম্প সবকিছু পরিবর্তন করে দিয়েছেন।

তার প্রশাসনে ‘মার্কিন জনগণ এবং ডেমোক্রেটিক পার্টি’ প্রতিনিধিত্ব প্রতিফলিত হবে বলেও মন্তব্য করেন বাইডেন। এমনকি ট্রাম্পকে ভোট দেয়া একজন রিপাবলিকানকেও তিনি তার সরকারে স্থান দিতে পারেন বলে জানিয়েছেন বাইডেন।

বাইডেন আরও বলেন, আমি দেশকে একত্রিত করতে চাই। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের বিরুদ্ধে তদন্ত করতে ‘বিচার বিভাগকে আমার সিঁড়ি’ হিসেবে ব্যবহার করবো না। যদিও ট্রাম্পের আর্থিক অনিয়ম ও বিভিন্ন অভিযোগ নিয়ে আরও তদন্তের চাপ দিচ্ছেন বেশ কয়েজন ডেমোক্রেট নেতা।
জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর সাংবিধানিক সুরক্ষা হারাবেন ট্রাম্প।

বাইডেন বলেন, আমি আমার প্রশাসনকে ঝামেলায় জড়াতে চাই না। রাজ্য পর্যায়ে বেশকিছু তদন্ত হচ্ছে বলে আমি জানতে পেরেছি। এ ব্যাপারে আমি কোনও হস্তক্ষেপ করবো না।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ