বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইসলামে মূর্তি ও ভাস্কর্যের কোন জায়গা নেই: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মূর্তি ও ভাষ্কর্যের বিষয়ে কিছু জ্ঞানপাপীরা অযাচিত বক্তব্য রাখছেন। তাদেরকে অবিলম্বে তওবা করে ফিরে আসার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাষ্কর্য না বানিয়ে কোরআনের মিনার বানিয়ে তার কবরে ঈসালে সাওয়াবের ব্যবস্থা করার আহ্বান জানান।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি শাইখুল ইসলাম হযরত মাওলানা আতহার আলী রহ এর জীবনী আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। ৫১ পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী রহ. মিলনায়তনে নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রশীদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহাসচিব মুফতি আবদুল কাইয়ুম এর পরিচালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, মুফতি জিয়াউল হক মজুমদার, হাফেজ মাওলানা আব্দুল বাতেন। যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, সহকারী মহাসচিব রবিউল আলম মজুমদার, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আবুল হাসান তালুকদার, দপ্তর সম্পাদক জনাব মনির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান নেজামী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাবের হোসেন, যুব সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস শাহরিয়ার, ইসলামী ছাত্রসমাজের সহ সভাপতি হুজাইফা আল মাহদী, আলহাজ্ব জহিরুল ইসলাম, জনাব মিরুজ্জামান খান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ