শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


আগামীকাল থেকে হাটহাজারীতে ৩দিনব্যাপী তাফসীর মা‌হ‌ফিল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশ‌তিয়াক সি‌দ্দিকী,
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি>

বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন 'আল আমিন সংস্থা'র ব্যবস্থাপনায় শাইখুল ইসলাম অাল্লামা শাহ অাহমদ রহ., আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়ব রহ., ও আল্লামা ইদ্রীস রহ. এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা ও ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অাগামীকাল ২৫ ন‌ভেম্বর বুধবার থে‌কে শুরু হ‌চ্ছে।

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিন‌দিন চল‌বে এ তাফসীর মাহ‌ফিল। ইতোমধ্য‌ে সকল প্রস্তু‌তি সম্পন্ন হ‌য়ে‌ছে ব‌লে জান‌ি‌য়ে‌ছেন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ।

মাহ‌ফি‌লে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী ও আল্লামা মুফতী আব্দুল হালীম বুখারী।

প্রধান মুফাসসির হি‌সে‌বে তাফসীর পেশ কর‌বেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান (সিরাজগঞ্জ)।

প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ কর‌বেন, মাওলানা মামুনুল হক (ঢাকা) মাওলানা জুনায়েদ আল হাবিব (ঢাকা) মাওলানা হাফেজ হাসান জামিল (ঢাকা)।

আরও তাফসির পেশ করবেন, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা ডক্টর আ ফ ম খালিদ হোসেন,মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী, মাওলানা আবু ইউছুফ মাহমুদী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা হামেদ জাহেরী, মাওলানা মুফতী কুতুবুদ্দীন, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা ইসমাইল খান। মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী।

মাহ‌ফি‌লে কুরআন তিলাওয়াত করবেন, কারী সাইদুল ইসলাম আসাদ ঢাকা। সংবর্ধিত অতিথি হিসেবে থাকবেন, আল মানাহিল ওয়ালফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন বিন জমির।

সভাপতিত্ব করবেন, আল্লামা শেখ আহমদ, আল্লামা নোমান ফয়জী, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা ইয়াহয়া, সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মুফতী হাবীবুর রহমান কাসেমী, মাওলানা জাফর আহমদ, মাওলানা শিহাব উদ্দীন, মাওলানা হাজী ইউসুফ, মাওলানা কারী মুঈন উদ্দীন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ