মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ভারতীয় টিভি চ্যানেলের বিরুদ্ধে কোর্টে তাবলিগ জামাতের অভিযোগ দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উদ্দেশ্য প্রণোদিতভাবে হিংসা ও বিদ্বেষ ছড়ানোর কারণে ভারতীয় কিছু টিভি চ্যানেলের বিরুদ্ধে কোর্টে অভিযোগ দাখিল করেছে দেশটির তাবলিগ জামাতের লোকজন। বর্তমানে ভারতের আপেক্স কোর্টে অভিযোগটি বিচারাধীন। এ বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা কিছু এফিডেভিটটি দাখিল করেলে তা পর্যাপ্ত নয় বলে সুপ্রিম কোর্ট তা ফিরিয়ে দিয়েছে।

ভারতের সুপ্রিম কোর্ট অভিযোগটি পর্যবেক্ষণের পর বলে, ‘টেলিভিশনের নিউজ চ্যানেল হিংসা ও ঘৃণা ছড়াতে পারেনা। এ বিষয়ে টিভি সম্প্রচার আইন মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকারকে ২১ দিনের মধ্যে একটি নতুন হলফনামা পেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।’

সুপ্রিম কোর্ট আরো বলে, ‘সরকার স্বাধীন সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ চালাতে চায় না।তবে স্বাধীনতা মানে বিদ্বেষ অথবা হিংসা ছড়ানো নয়। সরকার না পারলে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনও প্রাইভেট এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেবে।’

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ