শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ঐতিহ্য ফিরিয়ে ভাবমুর্তি অক্ষুণ্ণ রাখতে কাজ করবে যুবলীগ: পরশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংগঠনের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কাজ করবে যুবলীগ। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

রোববার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ২০১ সদস্য বিশিষ্ট কমিটি।

তিনি বলেন, যুবলীগ মেধাসম্পন্ন সংগঠন। রাজনৈতিক এবং সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন সংগঠন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সংগঠন। তাই যুবলীগে কোনো অনুপ্রবেশকারীর ঠাঁই নাই। কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই নেই।

তিনি আরও বলেন, কোনো অনুপ্রবেশকারী ঢুকে পড়লে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে দিতে পারেন। আমাদের একটা গঠনতন্ত্র আছে। সামনে একটা কার্যপ্রণালী তৈরি করব। আমি মনে করি, অনুপ্রবেশকারী বা কোনো দুষ্কৃতিকারীর ব্যাপারে সাংবাদিক বন্ধুদেরও ভূমিকা রয়েছে। তারা যদি আমাদের সামনে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে পারেন, পুলিশ প্রশাসন যদি সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে দিতে পারেন তাহলে আমরা তদন্ত সাপেক্ষে এবং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেব।

পরশ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে কার্যনির্বাহী কমিটি। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দাবি পর্যবেক্ষণ করে সাংগঠনিক সিদ্ধান্ত নেবার কথাও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ