শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দেশে হত্যা-ধর্ষণ চরম আকার ধারণ করেছে: খেলাফত মজলিসের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে হত্যা-ধর্ষণ চরম আকার ধারণ করেছে। মানুষের জীবন নিরাপত্তা নেই। সম্মান ও ইজ্জতের নিরাপত্ত নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নামধারী নেতারা ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। সম্প্রতি সিলেট এমসি কলেজে ছাত্রলীগের নেতাদের দ্বারা স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণসহ বিভিন্ন জায়গায় নারীদের উপর পৌশাচিক নির্যাতনের ঘটনা অব্যাহত আছে। এহেন অপকর্মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

আজ শনিবার বিকাল ৪টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সাভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব- মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোঃ আবদুল জলিল, হাফেজ মাওলানা নোমান মাযহারী, মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক প্রমুখ।

বৈঠকে সম্প্রতি ভারতের হাইকোর্টে বাবরী মসজিদ মামলার আসামী লাল কৃষ্ঞ আদভানীসহ সকল আসামীকে বিকসুর খালাস দেয়ার রায়ের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলা হয়, বাবরী মসজিদ ভাঙ্গার ঘটনায় মূল উস্কানীদাতা লাল কৃষ্ণ আদভানীসহ সকল আসামীকে খালাস দিয়ে দেয়া রায় ন্যায় বিচারের পরিপন্থী। এ রায় প্রমান করে ভারতে আইনের শাসন নেই।

১৯৯২ সালে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা ঐতিহাসিক বাবরী মসজিদ ভাঙ্গার সময় বহু মুসলমানকে হত্যা করা হয়েছিলো, বহু ঘরবাড়ী জ¦ালীয়ে দেয়া হয়েছিলো। এসব অন্যায় অপকর্মের মূল হোতা ছিলো এল কে আদভানীসহ এ মামলার অন্য আসামীরা। বাবরী মসজিদ ভাঙ্গার মামলায় আদভানীসহ সকল আসামীকে খালাস দিয়ে দেয়া এ রায় কোনভাবেই মেনে নেয়া যায় না। পৃথিবীর সকল বিবেকবান মানুষ এ রায় বাতিলের দাবী জানাচ্ছে।

বৈঠকে খেলাফত মজলিস হাজারীবাগ থানার সহ সাধারণ সম্পাদক আবদুল মান্নানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীল সমবেদনা জ্ঞাপণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ