মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার নেতানিয়াহু এ যুগের হিটলার: ওবায়দুল কাদের

আমেলার বৈঠক অনুষ্ঠিত: বেফাকের ৩ কাণ্ডারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মজলিসে আমেলা সম্পন্ন হয়েছে। এতে যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সভাপতি (ভারপ্রাপ্ত), মাওলানা নূর হুসাইন কাসেমী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) ও মাওলানা মাহফুজুল হককে মহাসচিব (ভারপ্রাপ্ত) হিসেবে নির্বাচন করা হয়।

আজ ৩ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধা পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর মজলিসে আমেলার এক জরুরী বৈঠক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল কুদ্দুস।

১ম অধিবেশনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ-এর সাবেক সভাপতি শায়খুল ইসলাম শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালের প্রেক্ষিতে এই পদটি শূন্য হওয়ায় মাওলানা মাহমুদুল হাসান সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে মনোনিত হন।

অতপর তার সভাপতিত্বে ২য় অধিবেশনে সিনিয়র সহসভাপতি (ভারপ্রাপ্ত) ও মহাসচিব পদ থেকে মাওলানা আব্দুল কুদ্দুস পদত্যাগ করায় মাওলানা নূর হুসাইন কাসেমী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) এবং মাওলানা মাহফুজুল হক মহাসচিব (ভারপ্রাপ্ত) পদে মনোনিত হন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধরী প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ