শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইয়েমেনে বন্যায় নিহত ১৩০, বাস্তুচ্যুত ৬০ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইয়েমেনে অন্তত ১৩০ জন নিহত ও এক লাখ ৬০ হাজার জন বাস্তুচ্যুত হয়েছেন৷

জানা যায়, গত কয়েকবছর ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশটির মানবিক বিপর্যয়ে নতুন মাত্রা যোগ করলো এই বন্যা৷

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বন্যায় অন্তত ১৩০ ব্যক্তি নিহত হয়েছেন৷ এতে ২৬০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা৷

হুতি স্বাস্থ্য কর্মকর্তার জানিয়েছেন দেশটির কিছু এলাকায় মুষলধারে বৃষ্টিপাতের কারনে বন্যা সৃষ্টি হয়েছে৷ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির রাজধানী সানা এবং ঐতিহাসিক ওল্ড সিটিও রয়েছে৷ বন্যার কারণে অন্তত এক লাখ ৬০ হাজার জন ঘর হারিয়েছেন৷ এছাড়া আহত ১২৪ ব্যক্তি৷

ইয়েমেনের উত্তরে অবস্থানরত হুতিরা সৌদি নেতৃত্বাধীন এক জোটের সহায়তা নিয়ে ২০১৫ সাল থেকে দক্ষিণে অবস্থানরত সরকারের বিরুদ্ধে লড়াই করছে৷ জাতিসংঘের কর্মকর্তারা দেশটিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন কেননা গৃহযুদ্ধের কারণে সৃষ্ট খরায় অন্তত ৮৫ হাজার মানুষ এর মধ্যে মারা গেছে৷ সূত্র: ডয়েচে বেল

-এটি


সম্পর্কিত খবর