fbpx
           
       
           
       
সুবিধাবঞ্চিতদের সহায়তায় আরো ১টি তহবিল সাকিব ফাউন্ডেশনের
এপ্রিল ০৯, ২০২০ ১:২৮ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: সাকিব আল হাসান এই মুহূূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে থেকেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন তিনি। সাকিব আল হাসান ফাউন্ডেশন এবার আরেকটি ২০ লাখ টাকার তহবিল গঠন করেছে।

বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসান।

ভিডিওতে তিনি বলেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন, মিশন সেভ বাংলাদেশ এর সহযোগিতায় এই ভয়াবহ সময়ে জাতির সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তার জন্য ২০ লাখ টাকার আরও একটি তহবিল সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, আপনার ব্যক্তিগত যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে বিশ্বাসযোগ্য সংস্থাগুলির মাধ্যমে বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত যা উপকারে আসতে পারে সেসব সুবিধাবঞ্চিত মানুষের।

এর আগে কনফিডেন্স গ্রুপের সহযোগিতায় ২০ লাখ টাকার করোনা টেস্টিং কিট হাসপাতালে সরবরাহ করার কথা জানানো হয়েছিল সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে।

-এএ

সর্বশেষ সব সংবাদ