বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


বাড়িতে হলেও জামাতে নামাজ পড়ার আহ্বান ওলামা সংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে মসজিদসহ অন্যান্য ইবাদত স্থলগুলোও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু এর কারণে মুসলিম উম্মাহ যেন ইবাদত-বন্দেগি থেকে বিরত না থাকে; বরং বাড়িতে থেকেও তারা যেন অধিক পরিমাণে আল্লাহর দিকে ধাবিত হয়- সেই আহবান জানিয়েছে ওলামায়ে কেরামের আন্তর্জাতিক সংগঠন বিশ্ব মুসলিম ওলামা সংঘ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনটির টুইটার হ্যান্ডেল থেকে ঘোষিত এক বার্তায় এই আহবান জানানো হয়। তাতে আরও বলা হয়, অন্তত ঘরে হলেও মুসলিম উম্মাহ যেন জামাতে নামাজ আদায় অব্যাহত রাখে।

বিস্তারিত বিবৃতিতে বিশ্ব মুসলিম ওলামা সংঘ জানায়, মানব গোষ্ঠীর ওপর চলমান কঠিন এই বিপদের সময়ে মুসলিম উম্মাহর বেশি বেশি দান-সদকা ও ভাল কাজ করা উচিৎ।

তাছাড়া, পবিত্র কুরআনে কারিমের অধিক পরিমাণে তেলাওয়াতের আহবান জানিয়েছে ওলামায়ে কেরামের বৃহত এই সংগঠন। সময় যেন কোনভাবেই অনর্থক নষ্ট না হয়; বরং যেকোনো ইবাদতে প্রতিটি মুসলিম যেন মশগুল থাকে- এই পরামর্শ দিয়েছে বিশ্ব মুসলিম ওলামা সংঘ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ